নেত্রকোনার দুর্গাপুরে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামছুল আলম ওরফে সামছুদ্দিনকে (৭০) গ্রেফতার করেছে দুর্গাপুর থানার পুলিশ। সোমবার দুপুরে উপজেলার চন্ডিগড় গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি মৃত ইসব আলীর ছেলে।
দুর্গাপুর থানার ওসি খান হুমায়ুন কবীর জানান, ১৯৯৮ সালের ২৭ জুন মধুয়াকোনা গ্রামের জনৈক আব্দুল মন্নাফের মেয়ে রেজিয়া খাতুন (২০)-কে হত্যার দায়ে দুর্গাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের হয়। দুর্গাপুর থানার পুলিশের এস আই আতাউর রহমান বাদী হয়ে এ মামলা দায়ের করেন। পরবর্তীতে একই বছরের ৩০ নভেম্বর আদালতে চূড়ান্ত চার্জশিট দাখিল করলে ২০১৪ সালে সাক্ষ প্রমাণ সাপেক্ষে আদালত আসামির অনুপস্থিতিতেই রায় প্রদান করেন। এরই প্রেক্ষিতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সোমবার অভিযান চালিয়ে আসামির নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিডি-প্রতিদিন/ ১৫ আগস্ট, ২০১৬/ আফরোজ