নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় নেত্রকোনায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার সকাল থেকে মোক্তার পাড়া মুক্তমঞ্চে জাতির পিতা বঙ্গবন্ধু শেক মুজিবুর রহমানের অস্থায়ী প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সকল স্তরের মানুষ। প্রথমেই জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও নেত্রকোনা পৌরসভার উদ্যোগে ফুলের তোড়া দিয়ে প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমনা, পুলিশ সুপার জয়দেব চৌধুরী এবং পৌর মেয়র নজরুল ইসলাম খান।
পরে মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার নুরুল আমিনের নেতৃত্বে মুক্তিযোদ্ধা ইউনিটের সকল সংসদ এবং জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়র রহমান খান ও সম্পাদক আশরাফ আলী খান খসরুর নেত্বৃত্বে একে একে জেলা আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ ও ছাত্রলীগসহ সকল সরকারি-বেসরকারি সেবা ও শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
এ ছাড়াও নেত্রকোনা পাবলিক হলে আলোচনা সভা আয়োজন ও বিভিন্ন মসজিদ মন্দিরে মিলাদ মাহফিলসহ বিশেষ মোনাজাত করা হয়।
বিডি-প্রতিদিন/ ১৫ আগস্ট, ২০১৬/ আফরোজ