জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদতবাষির্কী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালের উদ্যোগে হাসপাতাল বহির্বিভাগে সোমবার দিনব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। জয়বাংলা সামাজিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি ও জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক বিশিষ্ট চিকিৎসক সিদ্দীকুর রহমান পাটোয়ারী এই ক্যাম্পের উদ্বোধন করেন। ক্যাম্পে ডা. সিদ্দীকুর রহমান, ডা. হোসনে আরা হোসেন, ডা. ফারজানা হক দিপা, ডা. মিল্টন পেরেরাসহ সাত জন বিশেষজ্ঞ চিকিৎসক উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত পাঁচ শতাধিক গরীব ও দুস্থ রোগীকে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করেন।
এর আগে বনপাড়াস্থ জয়বাংলা সামাজিক আন্দোলন কার্যালয়ে শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা আব্দুস সোবাহান প্রামাণিক, আবুল কালাম আযাদ, জাকির হোসেন সরকার, ডা. ফেরদৌস-উল আলম প্রমুখ।
বিডি-প্রতিদিন/এস আহমেদ