নাটোরের বড়াইগ্রামের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর কলাবাগান নামক স্থানে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে দুই ট্রাকের সংঘর্ষে ইসরাইল হোসেন কালু (৩২) নামে এক হেলপার নিহত হয়েছেন। তার বাড়ি রাজশাহী গোদাগাড়ি উপজেলার পাপড়ি ঝালপুকুর গ্রামে। তার পিতার নাম ইসমাইল হোসেন।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল-মামুন জানান, সিরাজগঞ্জ থেকে নাটোর অভিমুখী একটি ট্রাককে পেছন দিক থেকে অপর আরেকটি ট্রাক ওভারটেক করার সময় দুই ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়। এতে পেছনের ট্রাকের হেলপার মারাত্মক ভাবে আহত হন। তাকে উদ্ধার করে বড়াইগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ