সঠিক নিয়মে জাতীয় পতাকা উত্তোলন না করায় সিরাজগঞ্জের শাহজাদপুরে মনিরামপুর ও নতুনমাটি বাজারে অভিযান চালিয়ে ১৫ দোকানদারকে প্রায় দশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। সোমবার দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আহমেদ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
শাহজাদপুর থানার ওসি (তদন্ত) মনিরুল ইসলাম জানান, জাতীয় শোক দিবসে দোকানদরা সঠিকভাবে জাতীয় পতাকা উত্তোলন না করে অবমানকরভাবে উত্তোলন করেছে। অভিযোগ পেয়ে মনিরামপুর ও নতুনমাটি বাজারে ভ্রাম্যমান আদালত অভিযান চালায়। এ সময় দুটি বাজারের ১৫ দোকানদারকে ৭ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানকালে সহকারি কমিশনার (ভূমি) আরিফুজ্জামানসহ পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ