বগুড়া পৌরসভার ১০ নং ওয়ার্ড যুবলীগ নেতা মো. রাসেলকে ছুরিকাঘাত করেছে স্বেচ্ছাসেবকলীগের কর্মীরা। সোমবার বেলা ১২টায় এলাকায় মাদক ব্যবসার আধিপত্য নিয়ে ঠনঠনিয়া বটতলা এলাকায় গিয়ে ১০ নং ওয়ার্ড যুবলীগের প্রচার সম্পাদক রাসেলকে ছুরিকাঘাত করে তারা।
এ নিয়ে উত্তেজনা বিরাজ করলে স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা ১০ নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইনছান ও তার ছোট ভাই আইনুরের বাড়ি ভাংচুর করে। খবর পেয়ে এলাকায় পুলিশি টহল জোরদার করলে পরিস্থিতি শান্ত হয়ে আসে।
বগুড়া পৌরসভার ১০ নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইনছান আলী এ ঘটনার জন্য স্বেচ্ছাসেবকলীগ নেতা নাসিমুল বারীকে দায়ী করেছেন। তবে নাসিমুল বারী নাসিম ঘটনার সাথে সম্পৃক্তার অভিযোগ অস্বীকার করেছেন।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল জানান, যে কোন ধরনের সহিংসতা এড়াতে এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ