নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করতে নিষেধ করায় ওসমান গণি (৩৫) নামে পল্লী বিদ্যুতের এক মিটার রিডারকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। সোমবার সকালে উপজেলার হাটাব এলাকায় এ ঘটনা ঘটে।
হাটাব বিদ্যুতের সাব-ষ্টেশনের কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, ওসমান গণি বিদ্যুতের মিটার রিডার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। সকালে হাটাব এলাকায় বিদ্যুতের রিডিং নিতে গিয়ে দেখতে পান পাগলা হারেজ ও তার ছেলে জামাল অবৈধভাবে অটোরিকশায় ব্যাটারি চার্জ দিচ্ছেন। এ সময় মিটার রিডার ওসমান গণি অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করতে নিষেধ করায় ক্ষিপ্ত হয়ে ওঠেন পাগলা হারেজ ও তার ছেলে জামাল। এক পর্যায়ে ওসমান গণিকে তারা পিটিয়ে রক্তাক্ত করেন। পরে স্থানীয় লোকজন ওসমান গণিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ব্যপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, এ ধরনের ঘটনার একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ