নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদী থেকে ৪৮ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করেছে কোস্টগার্ড।
কোস্ট গার্ডের হাতিয়া ষ্টেশন অফিসার লে. কমান্ডার ওমর ফারুক জানান, সোমবার দিনভর মেঘনা নদীর চেয়ারম্যান ঘাট, নলচিরা, মৌলভীর চরে অভিযান চালিয়ে জালগুলো জব্দ করা হয়। তবে, এ সময় কাউকে আটক করা যায়নি। সোমবার সন্ধ্যায় তমরদ্দি নৌ ঘাটের পাশে জালগুলো পুড়িয়ে ধবংস করা হয়।
জালগুলো পুড়িয়ে ফেলার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু হাসনাত মো. মঈন উদ্দিন, নির্বাহী ম্যাজিষ্ট্রেট তারেক মাহামুদ ও উপজেলা মৎস্য কর্মকর্তা পিজুষ প্রভাকর উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ