লাকসামে যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় শোক দিবস। সোমবার ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সারা দেশের ন্যায় লাকসামেও এক ভিন্ন আবহের মধ্যে পালিত হয়েছে নানা কর্মসূচি।
এ উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. তাজুল ইসলাম এমপি। উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. ইউনুছ ভূঁইয়া, ভাইস-চেয়ারম্যান মহব্বত আলী, আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম চেয়ারম্যান, যুবলীগ আহবায়ক ও পৌর মেয়র প্রফেসর আবুল খায়ের, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি অ্যাড. রফিকুল ইসলাম হিরা, যুগ্ন-আহবায়ক মো. দলিলুর রহমান মানিক, যুবলীগের অন্যতম সদস্য মো. মনিরুল ইসলাম রতন, পৌর প্যানেল মেয়র-২ আবদুল আলিম দিদার, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নিজাম উদ্দিন শামিম, সাধারণ সম্পাদক প্রফেসর জাহাঙ্গীর আলম, ছাত্রলীগ সভাপতি মো. শিহাব খাঁন, সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম প্রমুখ।
বিডি-প্রতিদিন/এস আহমেদ