জামালপুর জেলার মাদারগঞ্জে পুলিশের গুলিতে শামীম ফকির (৩২) নামে এক ডাকাত সর্দার নিহত হয়েছে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন চার পুলিশ সদস্য।
সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার তেঘরিয়া এলাকার পোহালীকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। তবে শামীমের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।
আহরা হলেন-মাদারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুর রাজ্জাক, এসআই আন্নু মিয়া, এসআই আবদুল বারেক ও কনস্টেবল সুমন।
মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাম চন্দ্র মণ্ডল বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শামীম ফকিরকে ধরতে পোহালিকান্দি গ্রামে অভিযান চালানো হয়। এ সময় পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায় শামীম ও তার সহযোগীরা। এ সময় পুলিশের পাল্টা গুলিতে শামীম ফকির নিহত হন।
বিডি প্রতিদিন/ ১৬ আগস্ট ২০১৬/ সালাহ উদ্দীন