শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবতী পাহাড়ি পল্লী গুরুচর দুধনই এলাকায় পরিত্যক্ত একটি কুয়ায় পড়ে কাতরাচ্ছে এক হাতি শাবক। সোমবার দিবাগত রাত ৩টার দিকে প্রায় ২৫-৩০টি হাতির একটি পাল পাহাড় থেকে নেমে আসার সময় প্রায় ৩-৪ বছর বয়সী হাতি শাবকটি ২০-২৫ ফুট গভীর পুরনো ওই কুয়ায় পড়ে যায়।
স্থানীয় বন্যহাতি সুরক্ষা দল 'এলিফ্যান্ট রেসপন্স টিম' বন বিভাগের সহায়তায় কুয়ায় পড়া হাতি শাবকটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে বলে বন বিভাগের তাওয়াকুচা বিট অফিসার মো. আশরাফুল আলম জানিয়েছেন।
আশরাফুল আলম বলেন, "ঘটনাস্থলের দেড় কিলোমিটারের মধ্যে পাহাড়ে বন্যহাতির দলটি অবস্থান করছে। আমরা কুয়ার পাশ দিয়ে একটি ড্রেন করার চেষ্টা করছি। যাতে ওই ড্রেন দিয়ে হাতি শাবকটি উঠে আসতে পারে।"
বিডি প্রতিদিন/১৬ আগস্ট ২০১৬/হিমেল-১০