ভারত থেকে বন্যার পানিতে বাংলাদেশে ভেসে আসা হাতিটি হার্ট অ্যাটাকে মারা গেছে বলে জানিয়েছেন উদ্ধারকারী দলের সদস্য ডুলাহাজরা সাফারি পার্কের ভ্যাটেরেনারি সার্জন ডা. মুস্তাফিজুর রহমান।
মঙ্গলবার জামালপুরের সরিষাবাড়ি উপজেলার কামরাবাদ ইউনিয়নের কয়রা গ্রামেই হাতিটির ময়নাতদন্ত হবে বলেও জানান তিনি।
মঙ্গলবার সকাল সোয়া ৭টার দিকে মারা যায় হাতিটি। অতিরিক্ত চেতনানাশক ব্যবহার ও চিকিৎসা না পাওয়ায় হাতিটি মারা গেছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। তবে ভ্যাটেরেনারি সার্জন ডা. মুস্তাফিজুর রহমান জানিয়েছেন, অতিরিক্ত গরম, খিঁচুনি ও দীর্ঘদিন ধরে স্ট্রেসে থাকার প্রভাবে হার্ট অ্যাটাক হয়ে হাতিটির মৃত্যু হয়েছে।
হাতির ময়না তদন্তের বিষয়ে উদ্ধারকারী দলের সদস্যদের সঙ্গে জামালপুরের স্থানীয় প্রশাসনের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে ডা. মুস্তাফিজুর রহমান জানিয়েছেন, কয়রা গ্রামে হাতিটি যেখানে মারা গেছে সেখানেই সুরতহাল ও ময়নাতদন্তের কাজ হবে।
বিডি প্রতিদিন/ ১৬ আগস্ট ২০১৬/ সালাহ উদ্দীন