ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সদর উপজেলার চুরখাইয়ে বাসের ধাক্কায় টেম্পু চালক সোহেল (৩০) নিহত হয়েছেন। এ সময় টেম্পুর এক যাত্রী মারাত্মকভাবে আহত হয়েছেন।
মঙ্গলবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে। ফলে ঢাকা-ময়মনসিংহ সড়কে ২ ঘণ্টা ধরে বাস চলাচল বন্ধ থাকে।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/১৬ আগস্ট ২০১৬/হিমেল-১৫