গাজীপুরের শ্রীপুর থেকে পিস্তল ও গুলিসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে শ্রীপুর উপজলার বরমী এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত শংকর সাহা (৪০) বরমী পাঠানপাড়া এলাকার মৃত রমেশ সাহার ছেলে।
শ্রীপুর থানা পুলিশের ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মো. রফিক জানান, সোমবার রাতে বরমী এলাকায় অভিযান চালিয়ে একটি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ শংকর সাহাকে আটক করা হয়।
বিডি প্রতিদিন/১৬ আগস্ট ২০১৬/হিমেল-১৬