রাঙামাটির লংগদু উপজেলায় বন্যহাতির আক্রমণে নিলুপা ইয়াসমিন (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
সোমবার রাতে লংগদু উপজেলার ভাসান্যাদম পূর্ব চাইল্যাতলী গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামরে স্থানীয় মৃত মো. খোরশেদ আলমের স্ত্রী।
লংগদু উপজেলার ভাসান্যাদম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হজরত আলী জানান, সোমবার রাতে বন্যহাতির একটি পাল উপজেলার ভাসান্যাদম পূর্ব চাইল্যাতলী গ্রামে হানা দেয়। এসময় হাতির সামনে পড়ে নিলুপা ইয়াসমিনের বাড়ি। তখন তার বাড়িতে বন্যহাতির পালটি আক্রম চালায়। বন্যহাতির হাত থেকে দু'সন্তান রক্ষা করতে সক্ষম হলেও নিজের জীবন দিতে হয় ইয়াসমিনকে। হাতির পাল জঙ্গলে চলে গেলে স্থানীয় গ্রামবাসি তার মৃতদেহ উদ্ধার করে পুলিশে খবর দেয়।
রাঙামাটির লংগদু উপজেলা থানার কর্মকর্তা মো. মোমিনুল হক চৌধূরী এ ঘটানর সত্যা নিশ্চিত করে জানান, খাবারের খোঁজে প্রায় সময় বন্যহাতির পাল পাহাড় থেকে নেমে আসে গ্রামের দিকে। এসময় হাতির সামনে যা পড়ে তাই ভাঙ্গচুর করে। হাতির আক্রমনে প্রাণ হারাতে হয়েছে নিলুপা ইয়াসমিন নামে এক গৃহবধূকে। এঘটনায় লংগদু থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে।
প্রসঙ্গত, রাঙামাটির লংগদু উপজেলার ভাসান্যাদম পূর্ব চাইল্যাতলী ও বগাচত্বর গ্রামে গত এক সপ্তাহ ধরে বন্যহাতির পাল তান্ডব চালাছে। এঘটনায় ঘর হারা হয়েছে আবুল, বাসার আলীসহ আরও বেশ কয়েকজন।
বিডি প্রতিদিন/ ১৬ আগস্ট ২০১৬/ সালাহ উদ্দীন