‘সন্ত্রাস চাই না-শান্তি চাই, সন্ত্রাস ও জঙ্গিবাদকে না বলুন’ এই শ্লোগানে নোয়াখালীতে জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন করেছে কিন্ডারগার্টেন এসোসিয়েশন। আজ সকাল ১১টা থেকে জেলা শহরের প্রধান সড়কে অনুষ্ঠিত এই মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন কিন্ডারগার্টেনের ছাত্রছাত্রী ও শিক্ষকরা অংশগ্রহণ করেন।
এ সময় সমাবেশে বক্তারা বলেন, জঙ্গি সন্ত্রাসীরা দেশ, জাতি, মানবতা ও ইসলামের শত্রু। শান্তি ও নিরাপত্তার স্বার্থে প্রত্যেক ব্যক্তি ও প্রতিষ্ঠান নিজ নিজ অবস্থান থেকে এদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে।
বিডি প্রতিদিন/১৬ আগস্ট ২০১৬/হিমেল-২০