সিরাজগঞ্জ পৌর শহর ও তাড়াশ উপজেলার মান্নান নগরে র্যাব-১২ সদস্যরা পৃথক অভিযান চালিয়ে প্রায় ১৩ লাখ টাকা মুল্যের ২৬শ' পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
আটককৃতরা হলো- সলঙ্গা থানার আমশড়া গ্রামের মনিরুল ইসলামের ছেলে মস্তোফা কামাল (২২) ও নাটোরের গুরুদাসপুর উপজেলার জুমাইনগর গ্রামের নজরুল মন্ডলের ছেলে নাজমুল হোসেন (২৩)। সোমবার বিকেলে উপজেলার মান্নানগর এবং রাতে শহরের মুজিব সড়কের মারোয়ারী পট্টি সুর্যবারীর বাসার নিচ তলায় এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-১২ এর স্পেশাল ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার মোহাম্মাদ হাসিবুল আলম মঙ্গলবার দুপুরে প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গোপন সংবাদের ভিত্তিত্তে উপজেলার মান্নানগর এলাকায় অন্যনা ভ্যারাইটি স্টোরের সামনে অভিযান চালিয়ে ১২শ' পিস ইয়াবা ও একটি মোবাইলসহ মস্তোফা কামালকে এবং রাতে শহরের মুজিব সড়কের মারোয়ারী পট্টি সুর্য্যবারীর বাসার নিচ তলায় অভিযান চালিয়ে ১৪শ' পিস ইয়াবা, নগদ ৫২ হাজার ৫ শ' টাকা ও একটি মোবাইল ফোনসহ নাজমুল হোসেনকে আটক করা হয়। এ বিষয়ে পৃথক দুটি মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/ ১৬ আগস্ট ২০১৬/ সালাহ উদ্দীন