নোয়াখালীর হাতিয়া উপজেলায় দলীয় কোন্দলের জেরে প্রতিপক্ষের হামলায় আওয়ামী লীগের ৩ কর্মী আহত হয়েছে। সোমবার রাতে চরকিং ইউনয়নের দাসপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। এ সময় আহতদের মধ্যে বিক্রম চন্দ্র দাস নামে একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বাকী দু’জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
হাতিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহম্মেদ জানান, জাতীয় শোক দিবসে সোমবার দিনভর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে গণভোজ, শোকর্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। অন্যদিকে সন্ধ্যায় সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলীর সমর্থকরা উপজেলা সদরে পৃথক আলোচনা করে।
রাত ১০টার দিকে আলোচনা সভা থেকে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলায় দাসপাড়া গ্রামে উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও ইউপি সদস্য সুগেন্দু দাস (৪৫), বিক্রম চন্দ্র দাস (৪৮) ও মনির উদ্দিন সর্দারকে (৪৫) বেধড়ক পিটিয়ে আহত করে। এ সময় বিক্রম চন্দ্র দাসের মাথা ফেটে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
বিডি প্রতিদিন/১৬ আগস্ট ২০১৬/হিমেল-২২/সালাহ উদ্দীন