কুমিল্লার চৌদ্দগ্রামে ৩০ হাজার ৯৭০টি ভারতীয় ষ্টেরয়েড ট্যাবেলট আটক করেছে বিজিবি। মঙ্গলবার ভোরে উপজেলার আমানগন্ডা, সাতঘাড়িয়া ও চৌদ্দগ্রাম বিওপির বিজিবির সদস্যরা ভারত সীমান্তবর্তী বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ট্যাবলেটগুলো আটক করে। এ সময় ৯৫ বোতল হুইস্কি ও ৮০০টি টার্গেট ট্যাবলেট।
বিজিবি ১০ ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হাসান জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্যগুলো আটক শেষে কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ