আমেরিকার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী হিলারি ক্লিনটনের পক্ষে ভিন্নধর্মী প্রচারণায় নেমেছেন নোয়াখালীর এক মুক্তিযোদ্ধা ও পরিবেশবাদী কবি। এনাম আহসান নামের ষাটোর্ধ্ব এই ব্যক্তি আমেরিকায় অবস্থানরত বাংলাদেশিদের উদ্দেশ্যে হিলারিকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানিয়ে তৈরি ফেস্টুন তৈরি করেন। সেই ফেস্টুন নিয়ে তিনি জেলার বিভিন্ন স্থানে ঘুরে বেড়ান।
মঙ্গলবার দুপরে নোয়াখালী প্রেসক্লাবের সামনে আসেন এনাম আহসান। এ সময় তার বুকে ধারণ করা ফেস্টুনে হিলারিকে মানবতাবদী উল্লেখ করে বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন শান্তির বিশ্ব প্রতিষ্ঠায় তার ওপর আস্থা রাখার আহ্বান জানানো হয়।
কবি এনাম আহসান সাংবাদিকদের মাধ্যমে তার ভাষায় হাস্যোজ্জ্বল, মমতামতাময়ী ও মানবতাবদী হিলারি ক্লিনটনকে ভোট দিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত করার জন্যে আমেরিকায় অবস্থানরত নোয়াখালীবাসীর প্রতি অনুরোধ জানান।
বিডি-প্রতিদিন/ ১৬ আগস্ট, ২০১৬/ আফরোজ