নাটোরের বড়াইগ্রামে শাহজাহান আলী (৫৩) নামে এক পরিবহণ ব্যবসায়ী এক মাস যাবৎ নিখোঁজ রয়েছেন। তাকে গুম করা হয়েছে এমন অভিযোগে পুলিশ মঙ্গলবার ভোরে তার প্রথম স্ত্রীসহ তিনজনকে আটক করেছে। নিখোঁজ শাহজাহান আলী গুরুমশৈল গ্রামের শামসুল হক পাটোয়ারীর ছেলে।
এ ঘটনায় আটককৃতরা হলেন- শাহজাহান আলীর স্ত্রী উপজেলার গুরুমশৈল গ্রামের আনোয়ারা বেগম (৪৭), একই গ্রামের হায়দার আলী (৫৫) ও হায়দার আলীর ছেলে শাহীন আলম (২৪)।
থানা সূত্রে জানা যায়, গত ১৮ জুলাই বিকালে গুরুমশৈল গ্রামের হায়দার আলীর ছেলে শামীম মোবাইল করে শাহজাহানকে বনপাড়া হালদারপাড়ার বাসা থেকে ডেকে নিয়ে যায়। তারপর শাহজাহান আর বাড়ি ফিরে আসেননি। এ ঘটনায় পরদিন প্রথমে জিডি এবং গত ১৪ আগষ্ট থানায় গুমের অভিযোগে অপহৃতের দ্বিতীয় স্ত্রী কামরুন্নাহার বাদী হয়ে মামলা করেন। মামলায় শামীমকে প্রধান আসামি করে ছয় জনের নাম উল্লেখ করা হয়। সে অনুযায়ী পুলিশ মঙ্গলবার ভোরে তিনজনকে আটক করেছে। একই সাথে শামীমের ব্যবহৃত মোবাইলটিও জব্দ করা হয়েছে।
এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা এসআই তহসেনুজ্জামান জানান, মঙ্গলবার আটক তিনজনকে আদালতে হাজির করে প্রত্যেকের পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। তাদেরকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলেই এ ঘটনার প্রকৃত রহস্য জানা যাবে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ