জয়পুরহাটের আক্কেলপুরে মোহনলাল পাহান (৬২) নামে এক আদিবাসী বৃদ্ধকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হতে পারে বলে পুলিশ ধারণা করছে।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার তিলকপুর ইউনিয়নের শিয়ালাগ্রামের একটি মরিচ ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। মোহনলাল একই শিয়ালাগ্রামের মৃত মহাদেব পাহানের ছেলে।
নিহতের ভাতিজা উজ্জ্বল পাহান বলেন, জমিজমা নিয়ে প্রতিপক্ষের মামলায় মঙ্গলবার সকালে মোহনলাল কাকার জয়পুরহাট আদালতে হাজিরা দিতে যাওয়ার কথা ছিল। কিন্তু সকাল থেকে তাকে অনেক খোঁজাখুজি করেও পাওয়া যাচ্ছিল না। বাধ্য হয়ে আমি ও আমার ফুফাতো ভাই ভীমপাহান আদালতে হাজিরা দিতে গিয়েছিলাম। আমরা সন্ধ্যায় বাড়ি ফিরে এসে জানতে পাই মোহনলাল কাকার গলাকাটা মৃতদেহ পাওয়া গেছে। এতে আমরা ধারণা করছি জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে তাকে হত্যা করা হতে পারে।
আক্কেলপুর থানার পরিদর্শক (ওসি, তদন্ত) রাইসুল ইসলাম জানান, মঙ্গলবার সন্ধ্যায় শিয়ালাগ্রামের একটি মরিচ ক্ষেতে মোহনলালের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করে। কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সে ব্যাপারে পুলিশ এখনো কোনো তথ্য উদ্ঘাটন করা যায়নি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ