গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় ট্রপিক্যাল নিটিং নামে একটি সুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট প্রায় সাড়ে ৪ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এখন চলছে ডাম্পিংয়ের কাজ। আগুনে বিপুল পরিমাণ সুতা পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস সদর দপ্তর সূত্রে জানা গেছে, পাঁচ তলা ভবনটির তৃতীয় তলার সুতার গোডাউনে শুক্রবার দিবাগত রাত ১২টা ৫৮ মিনিটে আগুনের সূত্রপাত। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কালিয়াকৈর, মির্জাপুর, গাজীপুর ও হেডকোয়ার্টার থেকে ১৩টি ইউনিট আগুন নিভানোর কাজে যোগ দেয়। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস কর্মীরা।
তবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিস। এছাড়া কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
বিডি-প্রতিদিন/এস আহমেদ