গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার গোপালপুরে নিখোঁজের তিনদিন পর আলী মল্লিক (১২) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকাল ৯টার দিকে উপজেলার গোপালপুর গ্রামের ঘাঘর নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানান কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ফারুক।
নিহত আলী মল্লিক উপজেলার গোপালপুর গ্রামের আলম মল্লিকের ছেলে।
জানা গেছে, আলী গোপালপুর করিমুন্নেছা উচ্চ বিদ্যালয়ের গেটে আমড়া বিক্রি করতো। গত বুধবার সে আমড়া বিক্রি করতে গিয়ে আর বাড়ি ফিরেনি। অনেক খোঁজাখুঁজি করে কোথাও তাকে না পেয়ে পরের দিন তার বাবা কোটালীপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
ওসি মো. কামরুল ফারুক জানান, সকালে আলির বাবা বাড়ির পাশে ঘাঘর নদীতে ভাসমান অবস্থায় ছেলের মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
বিডি-প্রতিদিন/২০ আগস্ট, ২০১৬/মাহবুব