টাঙ্গাইলে 'সন্ত্রাস, জঙ্গিবাদ ও সাম্প্রাদায়িকতার বিরুদ্ধে রুখে দাঁড়াও বাংলাদেশ' শ্লোগান নিয়ে জনসচেতনতা সৃষ্টিকল্পে মানববন্ধন করেছে টাঙ্গাইল প্রেসক্লাবের সাংবাদিকরা। শনিবার টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন পালন করা হয়।
এতে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহ সাংবাদিকদের সাথে একাত্মতা ঘোষণা করে মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন। মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সম্পাদক কাজী জাকেরুল মওলা, সাবেক সভাপতি খান মোহাম্মদ খালেদ ও আতাউর রহমান আজাদ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, সন্ত্রাস, নাশকতা ও জঙ্গি দমনে সকলকে একযোগে এগিয়ে আসতে হবে। ইসলামের নামে যারা জঙ্গিবাদ সৃষ্টি করছে তারা আসলে ইসলামের কেউ না। কারণ ইসলামে জঙ্গিবাদের কোন স্থান নেই। টাঙ্গাইলের বিভিন্ন উপজেলায়ও সাংবাদিকরা সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন পালন করেছে।
বিডি প্রতিদিন/২০ আগস্ট ২০১৬/হিমেল-১৩