সাতক্ষীরার শ্যামনগরে পুকুরে ডুবে দুই ভাই-বোনের করুণ মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে উপজেলার আটুলিয়া ইউনিয়নের ভাদুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন, আব্দুস সবুর মোল্লার ছেলে আশিকুর রহমান (৭) ও মোমিন মোল্লার মেয়ে মনিরা খাতুন (৪)।
শ্যামনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আশিকুর ও মনিরা খাতুন সম্পর্কে চাচাতো ভাই বোন। তারা এক সঙ্গে পুকুরে গোসল করছিল। এ সময় সকলের অগোচরে তারা পানিতে ডুবে যায়। পরে মরদেহ পানিতে ভেসে উঠে।
বিডি প্রতিদিন/২০ আগস্ট ২০১৬/হিমেল-১৪