যথাযথ মর্যাদায় সরিষাবাড়ীতে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুরর হমানের ৪১ তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন শোক র্যালি, আলোচনা সভা, কবিতা পাঠ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও দোয়া মাহফিলের আয়োজন করে।
সরিষাবাড়ী শিল্পকলা একাডেমীতে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুহম্মদ মোর্শেদ। এতে আমন্ত্রিত অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ডা: মো. মুরাদ হাছান, থানা আওয়ামী লীগের সভাপতি সানোয়ার হোসেন বাদশা, এসিল্যান্ড মিজানুর রহমান, প্রিন্সিপাল আবদুর রশীদ ও পৌর মেয়র প্রমুখ।
দিবসটি উপলক্ষে সকাল ৮টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও শোক দিবসের পতাকা অর্ধনমিত রাখা হয়। এরপর পার্টি অফিসের সামনে বানানো অস্থায়ীমঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অপর্ণ শেষে ১৫ আগষ্ট সকল নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। পরে এক শোক র্যালি বের হয়। র্যালিটি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় থেকে শুরু হয়ে সরিষাবাড়ী শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে এসে শেষ হয়।
বিডি প্রতিদিন/২০ আগস্ট ২০১৬/হিমেল-১৫