শরীয়তপুর জেলার সখীপুর থানার উত্তর তারবুনিয়া ষ্টেশন বাজার এলাকায় নদী ভাঙ্গন কবলিত ও বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেছে জেলা বিএনপি। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
শনিবার সকাল ১২ টায় স্টেশন বাজার পদ্মার পাড়ে ৫৬০ টি দুর্গত পরিবারকে ত্রাণ সামগ্রী দেয়া হয়। এসময় বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার নাসির উদ্দিন কালু, যুবদলের সভাপতি এজাজুল ইসলাম মামুন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন মুন্সী, জেলা ছাত্রদলের আহবায়ক আমিনুর রহমান আমান, আবুল খায়ের, জিয়াউর রহমান মোল্লাসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/২০ আগস্ট ২০১৬/হিমেল-১৬