সন্ত্রাস, জঙ্গি হামলা ও গুপ্ত হত্যার বিরুদ্ধে ময়মনসিংহে মানববন্ধন ও সমাবেশ করেছে ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়ন এবং ময়মনসিংহ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন।
আজ দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউল করিম খোকন, সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফা, ময়মনসিংহ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি অমিত রায়, সাধারণ সম্পাদক আবু সালেহ মো: মূসাসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা। বক্তারা সরকারের পাশাপাশি সর্বস্তরের মানুষকে জঙ্গিবাদ নির্মূলে এক হওয়ার আহ্বান জানান।
বিডি প্রতিদিন/২০ আগস্ট ২০১৬/হিমেল-১৮