নগরী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
গ্রেফতারকৃতরা হলেন- মো. সাইদুর এবং শাহীন মিয়া। এসময় ফেন্সিডিল বহনকারী একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়। শনিবার ভোর রাতে নগরীর আকবর শাহ থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
র্যাব জানায়- গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি কাভার্ড ভ্যান আটক করা হয়। এসময় ওই কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে নয়শ' বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। অভিযানে দুই জনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/ ২০ আগস্ট ২০১৬/ সালাহ উদ্দীন