ময়মনসিংহের ভালুকায় পছন্দের তরুণীকে বশে আনতে কবিরাজের শরণাপন্ন হয়েছিলেন মাহাবুল পাপ্পু (২৫)। কিন্তু 'জাদু' করতে রাজি না হওয়ায় প্রাণ হারাতে হলো বৃদ্ধ কবিরাজকে। ঘটনাটি ঘটেছে ভালুকার রাজৈ গ্রামে।
নিহত কবিরাজ হোসেন আলী ওরফে সালামত মুন্সী (৭০) রাজৈ গ্রামের মৃত সুবেদ আলীর ছেলে। আর ঘাতক পাপ্পু গফরগাঁও উপজেলার কান্দি গ্রামের শবজুলের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, হোসেন আলী ওরফে সালামত মুন্সী (৭০) শুক্রবার সন্ধ্যায় মসজিদ থেকে মাগরিবের নামাজ পড়ে বাড়ি ফেরার পথে মাহাবুল পাপ্পু ও তার কয়েক বন্ধু মিলে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে তিনি গুরুতর জখম হন। পরে তাকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের মেয়ে রহিমা খাতুন জানান, রাজৈ গ্রামের ইসমাইলের খালাতো ভাই পার্শ্ববর্তী গফরগাঁও উপজেলার কান্দি গ্রামের শবজুলের ছেলে মাহাবুল পাপ্পু এক মেয়েকে পছন্দ করতো। সে বাবাকে দিয়ে কবিরাজি করিয়ে ওই মেয়েকে বশে এনে বিয়ে করতে চায়।আমার বাবা এক সময় ইমামতির পাশাপাশি কবিরাজি করতেন। গত কয়েক বছর ধরে তিনি কবিরাজি ছেড়ে দিয়েছেন। পাপ্পু আমার বাবার পিছু নেয় কিন্তু বাবা রাজি হননি। শুক্রবার বিকালে আমাদের বাড়ি এসে কবিরাজি করার জন্য চাপ দিলে বাবা অপারগতা প্রকাশ করেন। পরে সন্ধ্যায় বাবা নামাজ শেষে বাড়ি ফিরার পথে পাপ্পু আমার বাবাকে খুন করে।
বিডি-প্রতিদিন/ ২০ আগস্ট, ২০১৬/ আফরোজ