রাজশাহীর দুর্গাপুরে পানিতে ডুবে হাসান আলী (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার দুপুর ২টার দিকে উপজেলার চৌপুকুরিয়া সরদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। হাসান ওই গ্রামের আবদুল হান্নানের ছেলে।
স্থানীয়রা জানান, শনিবার দুপুরে শিশু হাসান আলী বাড়ির বাইরে বসে খেলছিল। এক সময় সবার অজান্তে সে বাড়ির সামনে দিয়ে বয়ে যাওয়া নদীতে পড়ে যায়। এরপর বিকেলে ওই নদীর ঘাটে তার মরদেহ ভেসে ওঠে। পরে পরিবারের সদস্যরা তার মরদেহ উদ্ধার করে।
বিডি প্রতিদিন/ ২০ আগস্ট ২০১৬/ সালাহ উদ্দীন