ফেনীর দাগনভূঞায় ফেনী-নোয়াখালী সড়কে বাস চাপায় শেখ আহম্মদ (৪৫) নামে এক অটোরিক্সা চালক নিহত হয়েছেন।
নিহতের বাড়ি দাগনভূঞার গনিপুর এলাকায়।
স্থানীয়রা জানায়, সকালে অটোরিক্সা চালক দাগনভূঞা বাজারের কামার গল্লি নামক স্থানে অবস্থান করছিল। এসময় নোয়াখালী থেকে ছেড়ে আসা বাঁধন পরিবহনের একটি বাস চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান। স্থানীয়রা বাসটিকে আটক করলেও চালক মুহুর্তের মধ্যে পালিয়ে যায়।
দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আনোয়ারুল আজিম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
বিডি প্রতিদিন/ ২০ আগস্ট ২০১৬/ সালাহ উদ্দীন