তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিলেটের বিয়ানীবাজার সরকারি কলেজে সহপাঠীর ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছে রেদওয়ান আহমদ নামে একাদশ শ্রেণির এক ছাত্র।
শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।
জানা যায়- গত বৃহস্পতিবার রেদওয়ানের সাথে তার সহপাঠী নাইমের কথা কাটাকাটি হয়। এর জের ধরে শনিবার কলেজের ভেতর রেদওয়ানকে ছুরিকাঘাত করে নাইম। ছুরিকাঘাতের পর নাইম পালিয়ে যায়।
বিয়ানীবাজার থানার ওসি আবুল বাশার বদরুজ্জামান জানান- ছুরিকাঘাতের খবর পেয়ে আমি ক্যাম্পাসে ছুটে যাই। ছুরিকাঘাতকারীকে ক্যাম্পাসে পাওয়া যায়নি। পরে পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি শান্ত হয়। এ ঘটনায় থানায় এখনো কোন মামলা হয়নি।
বিডি প্রতিদিন/ ২০ আগস্ট ২০১৬/ সালাহ উদ্দীন