দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় মোঃ আল-আমীন (৩০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
নিহত আল-আমীন রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার আজমপুর গ্রামের মোঃ নুরুল ইসলামের ছেলে।
শনিবার দুপুর ১টায় ঘোড়াঘাট উপজেলা দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়ক হাইদারনগর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
ঘোড়াঘাট থানার এস আই মোঃ মাসুদ রানা জানান, মোঃ আল-আমিন রংপুর জেলার পীরগঞ্জ হতে পালসার মোটরসাইকেল নিয়ে দিনাজপুরে রওয়ানা হয়। পথে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়ক হাইদারনগর নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলেই আল আমীন মারা যান। ঘটনার পর ঘাতক ট্রাকটি পালিয়ে যেতে সক্ষম হয়।
ঘোড়াঘাট থানার ওসি (তদন্ত) মোঃ আনোয়ার হোসেন সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/ ২০ আগস্ট ২০১৬/ সালাহ উদ্দীন