পাবনা সদর উপজেলার আত্রাইকান্দা গ্রামে দুর্বৃত্তদের গুলিতে আলেকা বেগম (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ সময় তার নাতনীও গুলিবিদ্ধ হন।
শনিবার রাত ৮ টার দিকে এই ঘটনা ঘটে। আহত নাতনী ঝুমুরকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ওই গ্রামের আফাজ উদ্দিন সরদারের স্ত্রী।
পাবনা সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার শেখ সেলিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পূর্ব বিরোধের জের ধরে শনিবার রাত ৮ টার দিকে অতর্কিত ভাবে গুলি চালায় সন্ত্রাসীরা। এ সময় ওই বাড়িতে থাকা আলেকা বেগম ও তার নাতনী ঝুমুর গুলিবিদ্ধ হয়। এ সময় স্বজনরা গুলিবিদ্ধ দুইজনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেয়ার পথে আলেকা বেগমের মৃত্যু হয়।
এ ব্যাপারে পাবনা সদর থানায় মামলার প্রস্তুতি চলছে। নিহতের লাশ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এ হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটনের চেষ্টা চালাচ্ছেন বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/ ২০ আগস্ট ২০১৬/ সালাহ উদ্দীন