গোপালগঞ্জে শাকিল হাওলাদার (৪২) নামে এক জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার রাত ৮টার দিকে কোটালীপাড়া উপজেলার কুরপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার।
শাকিল হাওলাদার কুরপাড়া গ্রামের নজরুল ইসলাম হাওলাদারের ছেলে।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক জানান, ২০০৪ সালে টাকা সংগ্রহের জন্য জেএমবি সদস্যরা কোটালীপাড়ায় ব্র্যাক অফিসে ডাকাতি করে। ২০০৭ সালে যৌথ বাহিনীর হাতে গ্রেফতার হওয়ার পর তিনি ব্র্যাক অফিসে ডাকাতির কথা স্বীকার করেন। পরে ওই ডাকাতির মামলায় তাকে আসামি করা হয়। কিন্তু এ সময় আদালত তাকে জামিন দেন।
পুনরায় তিনি নাশকতা সৃষ্টি করতে পারেন এমন আশঙ্কায় তাকে গ্রেফতার করা হয়েছে।
বিডি প্রতিদিন/ ২০ আগস্ট ২০১৬/ সালাহ উদ্দীন