নীলফামারীর সৈয়দপুর উপজেলায় গাঁজা সেবনের দায়ে ছয় মাদকসেবীকে সাতদিন করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মো. মুসা জঙ্গী এ আদেশ দেন।
দণ্ডাদেশ প্রাপ্তরা হলেন- কামারপুকুর ইউনিয়নের অসুরখাই গ্রামের আব্দুল জব্বারের ছেলে মাসুদ আলম (৪২), একই ইউনিয়নের দলুয়ার মোজাম্মেল হোসেনের ছেলে আশরাফুল ইসলাম (৩৫), পৌর এলাকার নিয়ামতপুরের হবিবর রহমানের ছেলে খায়রুল আলম (৩৬), মুন্সিপাড়া জোড়াপুকুরের ইউসুফ আলীর ছেলে চাঁন মিয়া (৩৭), নিয়ামতপুরের মোক্তার হোসেনের ছেলে তছলিম (২৮) ও বাঙ্গালিপুর ইউনিয়নের লক্ষণপুরের আব্দুল হামিদের ছেলে নাজমুল হক (৪০)।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, শহরের ট্রাক টার্মিনালে প্রকাশ্যে গাঁজা সেবনের সময় মাসুদ, আশরাফুল, খায়রুল, চাঁন মিয়া, তছলিম ও নাজমুলকে আটক করা হয়।
পরে বিকেলে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় তারা দোষ স্বীকার করায় বিচারক তাদের এ দণ্ড দেন।
বিডি প্রতিদিন/ ২০ আগস্ট ২০১৬/ সালাহ উদ্দীন