২১ আগষ্টে গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে ও হত্যাকারীদের বিচারের দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ পঞ্চগড় জেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
রোববার সকালে পঞ্চগড় শের-ই-বাংলা পার্ক সংলগ্ন মহাসড়কে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে মহিলা আওয়ামী লীগ, জেলা আওয়ামী লীগসহ ১৪ দলের নেতাকর্মীরা অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সাংসদ সেলিনা জাহান লিটা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, পঞ্চগড় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম।
এ সময় বক্তারা ২১ আগষ্ট গ্রেনেড হামালায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। একই সাথে দেশে বিরোধী শক্তির অপতৎপরতা রুখতে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান।
বিডি প্রতিদিন/২১ আগস্ট ২০১৬/হিমেল-২১