টানা বর্ষণে পাহাড় ধসে পড়ে রাঙামাটি-চট্টগ্রাম সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। রবিবার সকালে রাঙামাটির সাপছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এসময় সড়কের দু’পাশে দীর্ঘ ১ মাইল জুড়ে যানজটের সৃষ্টি হয়। এতে বিপাকে পরে সাধরাণ যাত্রীরা।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে রাঙামাটি ও চট্টগ্রাম ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় প্রায় ৫ ঘন্টা চেষ্টা চালিয়ে সড়কের আংশিক মাটি অপসারণ করতে সক্ষম হয়।
রাঙামাটি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. গোলাম মোস্তফা জানান, বর্তমানে সড়কের উপর থেকে মাটির সড়ানোর কাজ চলছে। বৃষ্টির জন্য কাজ করতে একটু সমস্যা হলেও সড়ক যোগাযোগ পুনরায় চালু হতে পুরোদিন লেগে যেতে পারে।
অন্যদিকে জুরাছড়ি উপজেলায় ভূমি ধসে ৩টি বসতবাড়ী বিধ্বস্ত হয়েছে। তবে হতাহতের খবর পাওয়া যায়নি।
বিডি প্রতিদিন/২১ আগস্ট ২০১৬/হিমেল-২৩