২০০৪ সালের ২১ আগষ্ট তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর গ্রেনেড হামলার প্রতিবাদ ও খুনিদের গ্রেফতারের দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন করেছে ১৪ দলীয় জোটের নেতা কর্মীরা। সদর উপজেলা ১৪ দলীয় জোটের আয়োজনে রবিবার দুপুর ১২ টা থেকে ১ টা পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে জেলা ছাত্রলীগের সাবেক নেতা ও তাঁতী লীগের জেলা সভাপতি জাকির হোসেন আজাদ ভূঁইয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা পরিষদ প্রশাসক শামছুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম আলাউদ্দিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, জোটের উপজেলা আহবায়ক মাষ্টার রুহুল আমিন, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি বেলায়েত হোসেন বেলাল, সাধারণ সম্পাদক ইমতিয়াজ মাহবুব প্রমুখ।
মানববন্ধনে বক্তারা, ২১ আগষ্ট গ্রেনেড হামলায় তারেক রহমানকে দায়ী করে ওই হামলার পরিকল্পনাকারী ও আওয়ামী লীগ নেতাকর্মীদের হত্যাকারী জড়িত খুনিদের ফাঁসির দাবি জানান।
বিডি প্রতিদিন/২১ আগস্ট ২০১৬/হিমেল-২৫