পাবনা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়ার শ্রীকোলা মোড়ে ট্রাকচাপায় লালচান (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। রবিবার বিকাল পাঁচটার দিকে মোড়ে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত লালচান শ্রীকোলা গ্রামের আকবর আলীর ছেলে। তিনি মোড়ের একটি দোকানে সেলুনে কাজ করতেন।
হাটিকুমরুল হাইওয়ে থানার সার্জেন্ট আব্দুল গনি জানান, বাড়ি থেকে দোকানে ফেরার পথে মোড়ে রাস্তাপারারের সময় একটি দ্রুতগামী ট্রাক লালচানকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিডি-প্রতিদিন/ ২১ আগস্ট, ২০১৬/ আফরোজ