ইসলামী বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি হিসেবে অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারি এবং ট্রেজারার হিসেবে অধ্যাপক ড. সেলিম তোহ নিয়োগ পেয়েছেন। বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতি আব্দুল হামিদ চার বছরের জন্য তাদেরকে এ নিয়োগ দেন। রবিবার বিকাল ৩টার দিকে শিক্ষা মন্ত্রণালয় থেকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস বরাবর প্রেরিত পৃথক পৃথক ফ্যাক্স বার্তায় এ তথ্য জানা গেছে বলে নিশ্চিত করেছেন রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ।
ফ্যাক্স বার্তায় উল্লেখ করা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলর ইসলামী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮০ এর ১০ (১) ধারা অনুযায়ী এ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারিকে বিশ্ববিদ্যালয়ের ভিসি ও আইন ও মুসলিম বিধান বিভাগের অধ্যাপক প্রফেসর ড. সেলিম তোহাকে ট্রেজারার হিসেবে শর্ত সাপেক্ষ নিয়োগ দেওয়া হল।
নতুন ভিসি অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারি ও ট্রেজারার অধ্যাপক ড. সেলিম তোহা তাৎক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন।
বিডি-প্রতিদিন/ ২১ আগস্ট, ২০১৬/ আফরোজ