রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫টি দোকান ও বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার দুপুর ১টার দিকে কাপ্তাই উপজেলার রাইখালী বাজারে এ ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের একটি সূত্র।
রাঙামাটির কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন জানান, ১টার দিকে কাপ্তাই উপজেলার রাইখালী বাজারে হঠাৎ আগুন দেখা যায়। পরে তাৎক্ষণিক আগুন বাজারের চারপাশে ছড়িয়ে পড়লে প্রায় ২৫টি দোকান ও বসতঘর পুড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কাপ্তাই ও রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসসহ নৌ বাহিনীর ফায়ার সার্ভিসের দল। প্রায় আড়াই ঘন্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। তবে এতে হতাহতের ঘটনা না ঘটলেও ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় দুই কোটি টাকার।
এদিকে রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী বাজারে অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরির্দশন করেন রাঙামাটি জেলা প্রশাসক মো. শামসুল আরেফিন, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার তারিকুল আলম, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য থোয়াইচিং মং প্রমুখ।
বিডি-প্রতিদিন/এস আহমেদ