পাবনার চাটমোহরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রবিবার বিকেল ৩টার দিকে উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের কাটাখালী গ্রামে এই ঘটনা ঘটে। বাড়ির পাশে পুকুরে ডুবে তাদের মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা জানান।
মৃত দুই শিশু সম্পর্কে আপন মামাতো ফুপাতো বোন। তারা হলো: রাজশাহীর মহির উদ্দিনের মেয়ে হাফসা খাতুন (৬) ও কাটাখালীর আবুল কালামের মেয়ে বীনা খাতুন (৬)।
কাটাখালী গ্রামের বাসিন্দা ইশারত আলী জানান, কয়েকদিন আগে রাজশাহী থেকে চাটমোহরের কাটাখালী গ্রামে নানাবাড়িতে বেড়াতে আসে শিশু হাফসা। রবিবার বিকেলে হাফসা তার মামাতো বোন বীনার সঙ্গে খেলা করছিল। খেলার সময় পরিবারের সবার অজান্তে বাড়ির পাশে পুকুরে পানিতে ডুবে যায় হাফসা ও বীনা। পরে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে পরিবারের লোকজন বাড়ির পাশের ডোবা থেকে শিশু দুটির মরদেহ উদ্ধার করে।
চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হক বলেন, পানিতে ডুবে দুই শিশু মৃত্যুর খবর আমরা পেয়েছি। ওই গ্রামে আমরা খোঁজ নেয়ার পর বিস্তারিত বলতে পারবো।
বিডি-প্রতিদিন/ ২১ আগস্ট, ২০১৬/ আফরোজ