রাঙামাটিতে আটক মিয়ানমারের বৌদ্ধ ভিক্ষু উ তয়েন থি (৬৮) -কে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত। রবিবার সকালে রাঙামাটির অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট সাবরিনা আলী এ আদেশ দেন।
রাঙামাটি কোতয়ালী থানার কর্মকর্তা মো. রশিদ জানান, রাঙামাটি সদর বালুখালির উপজেলার রাজমনি পাড়া শান্তিরত্ন বৌদ্ধ বিহার থেকে আটক মিয়ানমারের বৌদ্ধ ভিক্ষু উ তয়েন থি- কে পুলিশ রাঙামাটির অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট সাবরিনা আলীর আদালতে হাজির করে। এ সময় পুলিশ তার ৫ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে অভিযুক্ত উ তয়েন থি'র বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ ও বিদেশি মুদ্রা পাচারের অভিযোগে দু'টি পৃথক মামলা দায়ের করা হয়।
উল্লেখ্য, গত ১৯ আগস্ট (শুক্রবার) রাতে রাঙামাটির বালুখালি ইউনিয়নের রাজমনি পাড়া শান্তিরত্ন বিহারে গোপন সংবাদের ভিত্তিতে নিরাপত্তাবাহিনী অভিযান চালিয়ে আটক করে মিয়ানমারের বৌদ্ধ ভিক্ষু উ তয়েন থিকে। এ সময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে মিয়ানমারের পরিচয়পত্র, বাংলাদেশি জন্ম নিবন্ধন সার্টিফিকেট, লক্ষাধিক টাকা মূল্যের মিয়ানমারের মুদ্রা, বার্মিজ ভাষায় লিখিত বই উদ্ধার করা হয়। তিনি ২০০৭ সাল থেকে অবৈধভাবে আত্মগোপন করে বাংলাদেশে বসবাস করছিলেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ