প্রায় ১৪ বছর পলাতক থাকার পর নেত্রকোনা সদর উপজেলার নগুয়া কুশলগাঁও থেকে ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. সুরুজ আলীকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার গভীর রাতে নেত্রকোনা মডেল থানার পুলিশ নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। রবিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়।
নেত্রকোনা মডেল থানার ওসি মো. আবু তাহের দেওয়ান জানান, সুরুজ আলী ২০০২ সালের ১১ জানুয়ারি রাতে একই এলাকার এক গৃহবধূকে (৩৫) অপহরণপূর্বক ধর্ষণ করেন। ঘটনার পর দিন ওই গৃহবধূ বাদী হয়ে চারজনকে আসামি করে নেত্রকোনা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার পর থেকেই প্রধান আসামি সুরুজ আলী পলাতক ছিলেন।
পুলিশ ওই বছরের ২৮ মার্চ আদালতে অভিযোগপত্র জমা দেয়। আদালত ২০১৫ সালে সুরুজ আলীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ