নেত্রকোনা শহরের নাগড়ায় বিনোদ ফ্যাক্টরির ধানের ব্রয়লার বিষ্ফোরণে আমিরুল ইসলাম (৪১) ও জামাল উদ্দিন (৩০) নামে দুই শ্রমিক দগ্ধ হয়ে গুরুত্বর আহত হয়েছেন। তাদেরকে আশংকাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রবিবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নাগড়া এলাকায় বিনোদ ফ্যাক্টরিতে ধানের ব্রয়লারে ৭ জন শ্রমিক কাজ করছিল। হঠাৎ দুপুর আড়াইটার দিকে চালু অবস্থায় ব্রয়লার বিকট শব্দে বিষ্ফোরিত হয়। এ সময় ব্রয়লারে কর্মরত ৭ শ্রমিকই আহত হন। এদের মধ্যে ৫ জন হুড়োহুড়ি করে বের হতে পারলেও ভিতরে থাকা আমতলা ইউনিয়নের পশর আলীর ছেলে আমিরুল ও ফরিদপুরের বাচ্চু মিয়ার ছেলে জামাল (৩০) দগ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আশংকাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এদিকে ব্রয়লারটি বিষ্ফোরিত হওয়ার সাথে সাথে আবাসিক এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। বিষ্ফোরণে আশপাশের কয়েকটি আবাসিক বাড়ির ক্ষতি হয়েছে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে নেত্রকোনা মডেল থানার ওসি আবু তাহের দেওয়ান জানান, খবর পেয়েই আমরা দ্রুত ঘটনাস্থলে এসে দু'জনকে উদ্ধার করে মেডিকেলে পাঠিয়েছি। পরিস্থিতি অনুকূলে রয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ