রাজবাড়ীর দৌলতদিয়ার ১ নং ফেরিঘাট এলাকায় স্রোতের কবলে পড়ে প্রায় ২২টি গরু নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। রোববার সকাল সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে। তবে ট্রলারে থাকা গরু নিখোঁজ হলেও কোনো মানুষ হতাহতের খবর পাওয়া যায়নি।
ট্রলারডুবির ঘটনায় রাজবাড়ী ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে রওনা দিয়েছে বলে জানা গেছে। স্থানীয় জয়নউদ্দিন জানান, দৌলতদিয়া ক্যানাল ঘাট থেকে ট্রলারটি ২২টি গরু নিয়ে অারিচার উদ্দেশ্যে যাত্রা করলে দৌলতদিয়া ১ নং ফেরিঘাট এলাকায় স্রোতের কবলে পড়ে ডুবে যায়। তাৎক্ষণিক স্থানীয়দের সহযোগিতায় ৬টি গরু জীবিত উদ্ধার করা হয়েছে। বাকিগুলো ট্রলারে আটকা পড়েছে।
বিডি প্রতিদিন/২৮ আগস্ট ২০১৬/হিমেল-০৭