চুয়াডাঙ্গা শহরের ফেরীঘাট রোডের সত্য নারায়ন মন্দিরে পূজা করতে আসা নারীদের উত্যক্ত ও পুরোহিতকে লাঞ্ছিত করার অভিযোগে পারভেজ ওরফে লাদেন (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার গভীর রাতে শহরের বাগানপাড়ার নিজ বাড়ি থেকে লাদেনকে গ্রেফতার করা হয়। একইদিন রাত ৮টার দিকে লাদেন ওই পূজা মণ্ডপে গিয়ে নারীদের উত্যক্ত করেন তিনি।
মন্দিরের পুরোহিত পান্না লাল জানান, রাত ৮টার দিকে লাদের মন্দিরে ঢুকে পূজায় ব্যস্ত নারীদের উত্যক্ত করে। তাকে নিষেধ করলে সে পুরোহিত পান্না লালকে লাঞ্ছিত করে পালিয়ে যায়। এ ঘটনায় শনিবার রাতে পুরোহিত পান্না লাল বাদী হয়ে চুয়াডাঙ্গা শহরের বাগান পাড়ার সাইদুর রহমানের ছেলে পারভেজ ওরফে লাদেনকে আসামি করে মামলা দায়ের করেন। রাতেই পুলিশ অভিযান চালিয়ে লাদেনকে গ্রেফতার করে।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তোজাম্মেল হক জানান, মন্দিরের পুরোহিত পান্না লালের দায়ের করা মামলার একমাত্র আসামি লাদেনকে গ্রেফতার করা হয়েছে। এর আগেও লাদেন ওই মন্দিরে ঢুকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করেছে বলে অভিযোগ আছে।
বিডি-প্রতিদিন/২৮ আগস্ট, ২০১৬/মাহবুব